আসন্ন ঈদ উৎসবকে আরও বেশি আনন্দময় করতে আমরা আয়োজন করেছি একটি বিশেষ গল্প লেখা প্রতিযোগিতা। এবারের প্রতিযোগিতার বিষয় হলো 'সোনামনির প্রথম ঈদ'। আপনার পরিবারের ছোট্ট সোনামনিকে নিয়ে লিখুন একটি মজার ও হৃদয়গ্রাহী গল্প, আর জিতে নিন আকর্ষণীয় পুরস্কার!
গল্পের শর্তাবলী-সোনামনির বয়স হতে হবে ১ বছরের নিচে।
-গল্পের কেন্দ্রীয় চরিত্র হবে আপনার সোনামনি।
-গল্পে ফুটে উঠুক কীভাবে আপনি সোনামনিকে নিয়ে ঈদ উৎসব সাজাবেন, তার রঙিন বর্ণনা।
-গল্প হতে হবে মৌলিক এবং সৃজনশীল।
নীতিমালা-প্রত্যেক অংশগ্রহণকারী ১টি মাত্র গল্প জমা দিতে পারবেন।
-গল্পের সাথে সর্বোচ্চ ২টি ছবি সংযুক্ত করা যাবে। ছবিতে সোনামনি ও ঈদের আনন্দময় মুহূর্ত থাকলে ভালো হবে।
-গল্প জমা দেওয়ার সময় অবশ্যই আপনার পুরো নাম, মোবাইল নম্বর, এবং সম্পূর্ণ ঠিকানা উল্লেখ করতে হবে।
-তথ্য অসম্পূর্ণ থাকলে গল্পটি বিবেচনা করা হবে না।
-সবচেয়ে আকর্ষণীয় ৩টি গল্প নির্বাচিত হবে এবং সেগুলোকে ভিডিও আকারে রূপান্তর করা হবে।
-পরবর্তী ৫০টি সেরা গল্প এর লেখকদেরও বিশেষ পুরস্কার প্রদান করা হবে।
-গল্প জমা দেওয়ার শেষ তারিখ ১৭ মার্চ ২০২৫। এই তারিখের পরে কোনো গল্প গ্রহণ করা হবে না।
আপনার সোনামনির প্রথম ঈদের গল্পটি আমাদের সাথে শেয়ার করুন এবং এই বিশেষ প্রতিযোগিতায় অংশ নিয়ে জিতে নিন আকর্ষণীয় পুরস্কার। আপনার গল্প হোক সকলের জন্য অনুপ্রেরণা!
গল্প লিখুন, পুরস্কার জিতুন!